সহজে জিমেইল একাউন্ট খোলার নিয়ম 2023

বর্তমানে ডিজিটাল যুগের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, আর এই ডিজিটাল যুগে সবার কাছেই স্মার্ট ফোন থাকে আর স্মার্ট ফোন থাকা মানেই সেই ফোন কে একটিভ করতে একটা ইমেইল প্রয়োজন হয়, আর যারা এন্ড্রয়েড ফোন ব্যাবহার করেন তাদের জন্য একটি জিমেইল একাউন্ট থাকা জরুরি, কারন এই একাউন্ট ছারা আপনি আপনার ফোন একটিভ বা রান করতে পারবেন না অথবা সম্পূর্ণ ফিচার পাবেন না। তাই আপনার একটি একাউন্ট থাকা খুবই জরুরি ।

আর একটি একাউন্ট মানে অল ইন ওয়ান মানে ঐ একটি ইমেইল দিয়েই আপনি ডিজিটাল যুগের সমস্ত কাজ করতে পারবেন যেমন ইমেইল আদান প্রদান, ইউটিউব চ্যানেল খোলা, ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করা , টুইটার অ্যাকাউন্ট ওপেন করা আরও অনেক কিছু করতে পারবেন এই একটি মাত্র জিমেইল অ্যাকাউন্ট দিয়ে।

গুগল একাউন্ড খোলার নিয়ম

অনেকে প্রশ্ন করে থাকেন যে নতুন গুগল একাউন্ট খুলব বা ইমেইল আইডি খোলার নিয়ম কি, তাদের জন্য আজকের এই পোস্ট , আশা করি প্রতিটা স্টেপ ফলো করলে খুব সহজেই আপনি নিজে নিজেই একটি জিমেইল একাউন্ট তৈরি করতে পারবেন, আমাদের দেখানো স্টেপ গুলো ফলো করলে কারো কাছে যাবার দরকার হবে না। তাহলে আর দেরি কেন শুরু করে দিন একাউন্ট তৈরি করা।

একাউন্ট বানানোর  জন্য প্রথমেই নিচের দেয়া ক্রিয়েট জিমেইল একাউন্ট এ ক্লিক করুন।

👉 ক্রিয়েট জিমেইল একাউন্ট 👈

একটা নতুন পেজ ওপেন হবে সেখানে নাম্বার অনুযায়ী ডাটা ইনপুট করুন যেমন  নিচে দেয়া ছবিটি ভালো করে দেখুন

আপনার নাম, ইউজার নেম, পাসওয়ার্ড দিন

জিমেইল একাউন্ট

যে খালি ঘরে  1  লিখা আছে সেখানে আপনার নামের প্রথম অংশ লিখুন

যে খালি ঘরে  2  লিখা আছে সেখানে আপনার নামের দ্বিতীয় অংশ লিখুন

যে খালি ঘরে  3  লিখা আছে সেখানে আপনার পছন্দের ইউজার নেম লিখুন

ইউজার নেম মানে হলো যে নামে আপনার জিমেইল অ্যাকাউন্ট ওপেন হবে এই নামটা ভেবে চিনতে সুন্দর ও সহজ একটি নাম দিতে পারেন এমনকি আপনার নাম ব্যবহার করতে পারেন।

ইউজার নেম ক্রিয়েট করার সময় খেয়াল রাখতে হবে যে ইউজার নেম অবশ্যই ৬ থেকে ৩০ অক্ষরের মধ্যে হতে হবে, ৬ অক্ষরের নিচে এবং ৩০ অক্ষরের উপরে দিলে হবে না, এবং আরো একটি বিষয় দেখতে হবে যে ধরুন আপনি একটি ইউজার নেম দিলেন কিন্তু সেই নামটি আগেই কেউ নিয়ে নিয়েছে।

তাহলে ইউজার নেম এর নিচে লাল অক্ষরে লিখা আসবে That username taken. try another এই লিখা আসলে আপনার দেয়া ইউজার নেম টি একটু পরিবর্তন করে আবার চেষ্টা করবেন তাহলেই হয়ে যাবে। যেমন নামের সাথে আপনার জন্ম তারিখ দিতে পারেন অথবা আপনার প্রিয় কোন সংখ্যা ।

আরো পড়ুন : ডিজিটাল মার্কেটিং কি ও কেন শিখবো 

এরপর যে খালি ঘরে  লিখা আছে সেখানে ওই ইমেইল এর পাসওয়ার্ড লিখুন একটি শক্তিশালী পাসওয়ার্ড দেয়ার চেষ্টা করবেন যাতে যে কেউ হ্যাক না করতে পারে, এবং আপনারও যাতে মনে থাকে আর যদি মনে রাখতে না চান তাহলে লিখে রাখবেন এই পাসওয়ার্ড কিন্তু খুবই জরুরি কারণ এই পাসওয়ার্ড ছাড়া আপনি পরবর্তীতে লগইন করতে পারবেন না।

তাই পাসওয়ার্ড টি শক্তিশালী ও ভালো ভাবে সংরক্ষণ করতে হবে, পাসওয়ার্ড কেপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এর সমন্বয়ে দেবেন তাতে এই ধরণের পাসওয়ার্ড স্ট্রং বা শক্তিশালী হয়ে থাকে, উদাহরণ হিসেবে আমি কয়েকটা পাসওয়ার্ড আইডিয়া দিলাম আপনারা আপনাদের মন মতো পাসওয়ার্ড ব্যবহার করবেন যেমন ।।  PPaass&^&123, ।। WWiinn&^&321 ।। এটা জাস্ট নমুনা মাত্র আপনারা অবশ্যই আপনাদের মতো করে ব্যবহার করবেন।

এখন যে খালি ঘরে  5  লিখা আছে সেখানে একটু আগে বা 4 নম্বর ঘরে যে পাসওয়ার্ড দিয়েছেন তা আবার 5 নং ঘরে পুনরায় দিন।

সব কিছু ঠিক মতো হয়ে গেলে Next নেক্সট বাটনে চাপ দিন, এর পরেই নতুন একটু উইন্ডো ওপেন হবে।

মোবাইল নং, জন্ম তারিখজিমেইল লগইন

নিচের উইন্ডোতে 6 নং ঘরে আপনার মোবাইল নাম্বার দিন

7 নং ঘরে রিকভারি ইমেইল দিতে হবে, না দিলেও সমস্যা নাই তবে দিলে ভালো কারণ কখনো যদি আপনার একাউন্ট এ কোনো সমস্যা হয় তাহলে ওই রিকভারি ইমেইল দিয়ে আপনার জিমেইল একাউন্ট ঠিক করে নিতে পারেন।

8 নং ঘরে আপনি যে মাসে জন্ম গ্রহণ করেছেন তা দিবেন ( যেমন ডিসেম্বর )

9 নং ঘরে আপনি যে দিনে জন্ম গ্রহণ করেছেন তা দিবেন ( যেমন ১৪ )

10 নং ঘরে আপনি যে বছর বা সনে জন্ম গ্রহণ করেছেন তা দিবেন ( যেমন ১৯৯০)

11 নং ঘরে আপনি জেন্ডার সিলেক্ট করবেন যেমন ছেলে হলে Male আর মেয়ে হলে Female

সব কিছু ঠিক মতো হয়ে গেলে Next নেক্সট বাটনে চাপ দিন, এর পরেই নতুন একটু উইন্ডো ওপেন হবে।

ভেরিফিকেশন কোড পাঠান

জিমেইল অ্যাকাউন্ট

এবার 12 নং ঘরে আপনার মোবাইল নাম্বার টি দিন, কারন এই মোবাইল নাম্বার দেয়ার পর একটি ভেরিফিকেশন কোড আসবে। মোবাইল নাম্বার দেয়ার পর 13 নং ঘরে Send সেন্ড বাটনে চাপ দিন।

এর পরেই নতুন একটু উইন্ডো ওপেন হবে। এখন আপনার মোবাইলে যে কোড আসবে তা নিচের দেয়া ইমেজের ঘরে মানে 14 নং ঘরে কোড টি দিয়ে 15 নং ঘরে ভেরিফাই বাটনে চাপ দিন

ভেরিফিকেশন কোড দিন

জিমেইল পাসওয়ার্ড

ভেরিফাই বাটনে চাপ দেয়ার পর নতুন একটি উইন্ডো ওপেন হবে, সেখান থেকে আপাতত 16 নং ঘরে Skip বাটনে চাপ দিন

স্কিপ করতে পারেন

জিমেইল আইডি

Skip বাটনে চাপ দেয়ার পর আরও একটি নতুন উইন্ডো ওপেন হবে সেখান থেকে টার্মস এন্ড কন্ডিশন এবং প্রাইভেসি সমন্ধে  সকল তথ্য পরে নিতে পারেন, তারপর 17 নং ঘরে I agree আই এগ্রি বাটনে চাপ দিলেই হয়ে যাবে আপনার একটি ব্র্যান্ড নিউ জিমেইল একাউন্ট !!!

এগ্রি বাটো ক্লিক করুনজিমেইল আইডি খোলার নিয়ম

জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলেই আপনাকে আপনার জিমেইল এর ইনবক্স এ নিয়ে যাবে যেখানে আপনার সকল ইমেইল দেখতে পাবেন।

আর একটি জিমেইল একাউন্ট মানের একের ভেতরে সব কিছু , গুগল এর সকল ধরণের সেবা পাবেন একটি একাউন্ট দিয়ে।

নিউ জিমেইল একাউন্ট

পরিশেষে বলতে চাই পাসওয়ার্ড টি ভালো করে সংরক্ষণ করুন যাতে ভুলে না যান এবং অন্যের হাতেও যেন না পরে, অন্যের হাতে পড়লে বা অন্য কেউ জানলে আপনার একাউন্ট ব্যবহার করে অনেক কিছুই করতে পারে, তাই সাবধানতা অবলম্বন করাই ভালো।  আর পাসওয়ার্ড  ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড এ গিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে আবার তা ফিরিয়ে আনা সম্ভব, তবে যত্ন করে রাখাই ভালো।

আশা করি গুগল একাউন্ড খোলার নিয়ম বা নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম ভালো ভাবে বুঝে গিয়েছেন, আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।

বিঃ দ্রঃ যে কোনো সময় গুগল এর ইন্টারফেস পরিবর্তন হতে পারে সেই ক্ষেত্রে একটু এদিক সেদিক হতে পারে তবে পুরো প্রসেস একই থাকে, তাই যদি ইন্টারফেস এর জন পরিবর্তন আসে কমেন্টে জানাতে পারেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো।

Leave a Reply