Qatar visa check by passport number 2023 – পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক

আপনি কি কাতারের ভিসার জন্য আবেদন করেছেন বা ভিসা পেয়েছেন? তাহলে আজকের আয়োজনে জেনে নিন পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক – Qatar visa check by passport number.

কাতার পারস্য উপসাগরের একটি তেল সমৃদ্ধ একটি দেশ। পৃথিবীর অন্যতম ধনী ও সৌন্দর্যপূর্ন দেশ হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে পাড়ি জমায়।

বাংলাদেশ থেকেও প্রতিবছর হাজার হাজার মানুষ কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা এবং টুরিস্ট ভিসায় দেশটিতে যাওয়া আসা করে।

কাতার যাওয়া কিন্তু মোটেও কঠিন কিছু না। তবে আপনি আত্মীয় স্বজন অথবা এজেন্ট যেভাবেই ভিসা পান না কেনো আপনার প্রথম কাজ হলো ভিসা ঠিক আছে কিনা তা চেক করা। বিদেশ যাওয়ার পূর্বে যদি ভিসার সত্যতা নিশ্চিত করা যায় তাহলে পরবর্তীতে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না।

Qatar visa check by passport number

কাতার ভিসা চেক অনলাইন – Qatar visa check by passport number

অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে আপনাকে আমার দেওয়া এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর ভাষা সিলেক্ট করে নিবেন। এরপর MOI Services > Inquiries > Visa Services > Visa Inquiry & Printing অপশনে যান। এখন আপনার ভিসা ও পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করে ভিসার সকল স্ট্যাটাস দেখতে পারবেন।

অনলাইনে কাতার ভিসা চেক করার নিয়ম নিচে স্কিনসর্টসহ দিলাম। 

অনলাইনে কাতার ভিসা চেক 

অনলাইনে কাতার ভিসা চেক করার জন্য এই লিংকে যান।  অথবা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে MOI Qatar লিখে সার্চ করেও সাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে একটি পেইজ চলে আসবে।

পেইজের Passport Number অপশনে একটি টিক দিয়ে দিন। এরপর আপনার জাতীয়তা সিলেক্ট করুন। জাতীয়তা বাংলাদেশি সিলেক্ট করার পর ক্যাপচা কোডটি খালি বক্সে লিখে Submit বাটনে ক্লিক করুন।

Submit বাটনে ক্লিক করার পর আপনার ভিসার একটি স্ট্যাটাস পেইজ চলে আসবে। আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় সকল তথ্য চেক করে নিতে পারবেন।

কাতার কাজের ভিসা

কাতারের কাজের ভিসার চাহিদা অনেক। প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক মানুষ কাজের ভিসায় কাতারে যায়। কাজের ভিসায় বাংলাদেশ থেকে কেহ গেলে জনপ্রতি খরচ লাগবে ৪-৫ লক্ষ টাকা।

কাতার টুরিস্ট ভিসা

কাতারের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। এছাড়াও কাতারে উঁচু উঁচু সব স্থাপনা রয়েছে। এগুলো দেখতে প্রতিবছর হাজার হাজার মানুষ কাতারে পাড়ি জমায়।

আপনি যদি বাংলাদেশ থেকে কাতারে যেতে চান তাহলে আপনার ২.৫ লক্ষ থেকে ৩.৫ লক্ষ টাকা খরচ পড়বে।

কাতার ডাইভিং ভিসা

কাতারে অন্যান্য পেশার মতো ডাইভিং পেশার ও অনেক চাহিদা রয়েছে। তবে ড্রাইভিং ভিসায় কাতার যেতে একটি বৈধ ডাইভিং লাইসেন্সও লাগবে।

আপনি যদি ড্রাইভিং ভিসায় কাতারে যেতে চান তাহলে সব মিলিয়ে আপনার ৫-৬ লক্ষ টাকা খরচ পড়বে।

ভিসা চেক করার ক্ষেত্রে সতর্কতা

  1. ভিসা চেক করার সময় তারাহুরো করা যাবে না।
  2. আপনি যদি মোবাইল থেকে কাতার ভিসা চেক করতে চান তাহলে আমার দেওয়া লিংকে ক্লিক করে সাইটে প্রবেশ করুন।
  3. পাসপোর্ট নাম্বারের শুরুতে ইংরেজি অক্ষর গুলো লিখবেন।
  4. সব শেষে ক্যাপচা কোডটি দিয়ে Submit অপশনে ক্লিক করে ভিসার সকল স্ট্যাটাস জানুন।

অনলাইনে ভিসা চেক করার সুবিধা

বর্তমানে ইন্টারনেটের সাহায্য ঘরে বসেই খুব সহজে অনলাইনে ভিসা চেক করা যায়। এখন আর ভিসা চেক করার জন্য কারো কাছে যেতে হয় না।

আপনার ভিসা ঠিক আছে কিনা, ভিসার কোনো অংশে ভুল আছে কিনা সব কিছু দেখা যায়। বিদেশ যাওয়ার পূর্বে ঘরে বসে মাত্র ৫ মিনিটের মধ্যে  এগুলো যাচাই করা যায়।

আরো পড়ুন: সর্বজনীন পেনশন কি? ও সর্বজনীন পেনশন সুবিধা 2023

পরিশেষে

আজকের আয়োজনে আমরা কাতার ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও অনলাইনে কাতার ভিসা কিভাবে চেক করে, টুরিস্ট ভিসা খরচ, ডাইভিং ভিসা খরচ, ইত্যাদি বিষয় সম্পর্কে পরিষ্কার হয়েছি। এরপরও যদি কোনো বিষয় নিয়ে প্রশ্নো থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।

FAQ- প্রশ্নোত্তর

কাতার ভিসা চেক করার ওয়েবসাইট কোনটি?

উত্তরঃ MOI Qatar

বিদেশ যাওয়ার পূর্বে নিচের কোনটি করতে হবে?

উত্তরঃ ভিসা চেক

কাতার ভিসা চেক করার নিয়ম কি?

উত্তরঃ প্রথমে MOI Qatar এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর MOI Services > Inquiries > Visa Services > Visa Inquiry & Printing অপশনে যান। এখন আপনার ভিসা ও পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করে ভিসার সকল স্ট্যাটাস দেখতে পারবেন।

কাতার কাজের ভিসার খরচ কত পড়ে?

উত্তরঃ ৪-৫ লক্ষ

কাতার টুরিস্ট ভিসার খরচ কত?

উত্তরঃ ২.৫ লক্ষ থেকে ৩.৫ লক্ষ

কাতার ড্রাইভিং ভিসার খরচ কত?

উত্তরঃ ৫-৬  লক্ষ টাকা

Leave a Reply