Jonmo Nibondhon Jachai 2023 – সহজে জন্ম নিবন্ধন যাচাই ২০২৩

আমাদের আজকের আয়োজন Jonmo Nibondhon Jachaiজন্ম নিবন্ধন যাচাই কিভাবে করবেন এবং কেন প্রয়োজন তার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আজকের পোস্টটি আপনি মনোযোগ সহকারে পড়লে আশা করি অনলাইন জন্ম নিবন্ধন সনদ যাচাই নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। এবং আপনি সহজেই নিজে নিজেই এই কাজ গুলো করতে পারবেন, তাহলে চলুন শুরু করা যাক।

জন্ম নিবন্ধন যাচাই কেন প্রয়োজন?

জন্ম নিবন্ধন বা জন্ম সনদ আমাদের দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল বা ডকুমেন্ট। জন্ম নিবন্ধন এখন শুধু মাত্র আমাদের দেশে নাগরিকত্ব প্রমাণের জন্যই ব্যবহৃত হয় না বরং জন্ম নিবন্ধন বিভিন্ন প্রয়োজনীয় উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, পাসপোর্ট তৈরি, বিবাহ নিবন্ধন, জমি জমা রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে , ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আরো অনেক কিছুতেই এখন জন্ম নিবন্ধন এর ব্যবহার হয়ে থাকে।

Jonmo Nibondhon Jachai
Jonmo Nibondhon Jachai

আজকের ডিজিটাল যুগে ভালোর সাথে খারাপও যোগ হচ্ছে। কে আসল আর কে নকল তা দেখে বুঝা মুশকিল, কারণ বর্তমান সময়ে জন্ম নিবন্ধন বা জন্ম সনদ খুব সহজেই কপি করা যায়। আর শুধুমাত্র অনলাইন ভেরিফিকেশনের মাধ্যমেই আমরা এই জন্ম নিবন্ধন সনদের সত্যতা জানতে পারি। কারণ নকল জন্ম নিবন্ধনের তথ্যের কপির তথ্য অনলাইনে পাওয়া যাবে না। এভাবে জন্ম নিবন্ধন সনদের সত্যতা যাচাই করা যাবে।

ভোটার আইডি কার্ডের পর জন্ম নিবন্ধনের সনদ একজন নাগরিকের অনেক গুরুত্বপূর্ণ একটি দলিল বা ডকুমেন্ট। যারা নতুন ভোটার হতে চান তাদের অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে। আপনার জন্ম নিবন্ধন নম্বর অনলাইনে যাচাই করার পরে, সঠিক প্রমাণিত হলে, আপনি একটি নতুন ভোটার এবং ভোটার আইডি কার্ড হওয়ার যোগ্য হবেন। তাহলে বুঝতেই পারছেন Jonmo Nibondhon Jachai জন্ম নিবন্ধন সনদ এর প্রয়োজনীয়তা কতটুকু।

জন্ম নিবন্ধন অনলাইন চেক করার নিয়ম – Jonmo Nibondhon Jachai

বর্তমানে আপনার মোবাইল বা কম্পিউটারের সাহায্যে খুব সহজেই ঘরে বসে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।কারন যাদের জন্ম নিবন্ধন অনলাইনে করা হয়েছে তাদের সকলের জন্ম নিবন্ধন তথ্য অনলাইনে দেখা যায়।

চলুন এখন আমি নিজে একটু ট্রাই করে দেখি আমার জন্ম নিবন্ধন ঠিক আছে কি না।আমি প্রতিটি ধাপ আপনাদের স্কিনসর্ট সহ দেখাবো।আপনারাও আমার সাথে ট্রাই করতে পারেন।

  • প্রথমে আপনি এই লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করুন। অথবা আপনি Google Chrome বা আপনার পছন্দের ব্রাউজারে গিয়ে https://everify.bdris.gov.bd লিখে সার্চ করে প্রবেশ করতে পারবেন। আমি কিন্তু সর্টকার্টে করার জন্য সোজা লিংকে চেপে নিচের এই রকম একটা পেইজে এসে পড়েছি।
  • পেইজে আসার পর Birth Registration Number এর স্থানে ইংরেজিতে আপনার ১৭ ডিজিটের নাম্বার লিখুন।
  • Birth Registration এর নিচে Date Of Birth স্থানে ঠিক একই ভাবে ইংরেজিতে আপনার জন্ম তারিখ লিখবেন।জন্ম তারিখ লেখার ফরম্যাট এমন হবে YYYY-MM-dd. (প্রথমে বছর, তারপর মাস, তারপর তারিখ লিখবেন)
  • জন্ম তারিখ লেখার পর এর নিচেই একটা ক্যাপচা কোড দেখতে পারবেন।সেই ক্যাপচা কোডের যোগফল নিচের This answer is বক্সে লিখবেন।
  • ক্যাপচা ফল লেখার পর একবার সব তথ্য চেক করার পর নিচের Search বাটনে ক্লিক করবেন।
জন্ম নিবন্ধন অনলাইন চেক করার নিয়ম

Search বাটনে ক্লিক করার পর উপরের সব কিছু ঠিকঠাক থাকলে জন্ম নিবন্ধনের সকল তথ্য দেখতে পারবেন।নিচের এই পেইজটি আপনার সামনে চলে আসবে।এই পেইজ থেকে আপনি সকল তথ্য যচাই করুন। এভাবেই আপনি আপনার জন্ম নিবন্ধন সনদ যাচাই অনলাইন চেক করতে পারবেন ।

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক

এখন চলুন কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করি

উপরোক্ত নিয়ম যদি ঝামেলা মনে হয় তাহলে মেসেজ এর মাধ্যমেও আপনি জন্ম নিবন্ধন সনদ সঠিক হয়েছে কিনা বা অনলাইন হয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। তাহলে চলুন প্রসেস টি শুরু করে দেখি কিভাবে করতে হবে।

  • প্রথমেই আপনার মোবাইল ফোন থেকে *16100# ডায়াল করুন।
  • Age verification এরিয়াতে নম্বর (1) লিখে send বাটনা চাপ দিন।
  • birth reg certificate এর জন্য (2) লিখে send বাটনা চাপ দিন।
  • এরপর যে পেজ আসবে সেখানে আপনার জন্ম সনদের ১৭ ডিজিটের নাম্বার দিয়ে সেন্ড বাটনে চাপ দিন তারপরের পেজে আপনার জন্ম তারিখ (প্রথমে বছর, তারপর মাস, তারপর তারিখ লিখে সেন্ড বাটনে চাপ দিলেই ফিরতি মেসেজে আপনাকে সকল তথ্য জানিয়ে দেবে।

অনেক সময় নেটওয়ার্ক ভালো না থাকলে রেজাল্ট নাও দেখাতে পারে সেই ক্ষেত্রে মেসেজ আসবে তথ্যটি পাওয়া যায়নি।

নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ/পৌরসভা বা সিটি কর্পোরেশন কাউন্সিলে যান।তারা আপনাকে জন্ম নিবন্ধন সার্ভারে সংরক্ষিত ডাটাবেইজ থেকে আপনার নাম দিয়ে আপনার জন্ম নিবন্ধন বের করে দিবে।

আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন সার্টিফিকেট কপি নিকটস্থ ইউনিয়ন পরিষদ/পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে পারেন।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড কিভাবে করবেন?

জন্ম নিবন্ধন সার্টিফিকেট ডাউনলোড করতে প্রথমে verify.bdris.gov.bd এ যান। তারপর আপনার 17-সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ লিখুন। ক্যাপচার উত্তর টাইপ করে অনুসন্ধান করুন। আপনার জন্ম নিবন্ধন তথ্য দেখুন. আপনি Ctrl + P চেপে একটি পিডিএফ হিসাবে একটি জন্ম নিবন্ধন শংসাপত্র ডাউনলোড এবং সংরক্ষণ করতে পারেন।

আমি জন্ম নিবন্ধন অনলাইন কপি বের করা বা ডাউনলোড করার জন্য যাচাই কপিটি আমার কম্পিউটার থেকে প্রিন্ট কমান্ড (ctrl+P) দিয়ে Print to PDF ফাইল সেভ করে নিলাম।

এখন আমার প্রিন্ট মেশিনের সাহায্যে জন্ম নিবন্ধনে অনলাইন কপিটি নামিয়ে নিলাম।এখন ভবিষ্যতে যদি আবার প্রয়োজন পড়ে  বার বার জামেলা করার চাইতে আমি PDF ফাইলটি সেভ করে নিলাম।যখন প্রয়োজন পড়বে তখন প্রিন্টারের সাহায্য নামিয়ে নিবো।

১৬ ভিজিটের জন্ম নিবন্ধন যাচাই

১৬ ভিজিটের নাম্বার দিয়ে আপনি জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে পারবেন না।কিন্তু আপনার হাতে এখন ১৬ ভিজিটের নাম্বার আছে, চলুন সেই নাম্বার দিয়েই দেখি জন্ম নিবন্ধন যাচাই করা যায় কি না।

আপনি আপনার ১৬ ভিজিটের নাম্বারের শেষ ৫ ভিজিটের পূর্বে একটি ০ যুক্ত করে ১৭ ভিজিট করে নেন।

পূর্বে একটা সময়ে জন্ম নিবন্ধন হাতে লেখা হতো।হাতে লেখার পরে তা অনলাইনে ডাটাবেইজে সংরক্ষিত করে রাখা হতো।হাতে লেখার কারনে জন্ম নিবন্ধনগুলো ১৩/১৬ ভিজিটের হতো।

কিন্তু বর্তমানে নিবন্ধন তথ্য সম্পূর্ণ অনলাইনে বেইজড করা হয়েছে।এছাড়াও জনসংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখেও ১৬ ভিজিট থেকে বর্তমানে ১৭ ভিজিট করা হয়েছে।

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps বা Apps দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায় কিনা?

Apps দিয়ে জন্ম নিবন্ধন সনদ যাচাই করা যায় না।কারন অফিসিয়াল ভাবে এখনও জন্ম নিবন্ধন সনদ যাচাই করার Apps তৈরি করা হয়নি।

সরকারিভাবে কিছু সেবা আছে যা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমেই করা যায়।আর তাই এই সকল সেবার জন্য অ্যাপ তৈরি করা লাগে না। আপনি যদি জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps খুজে থাকেন বা আপনার প্রয়োজন হয় তবে কিছু কিছু App Developer বর্তমানে জন্ম নিবন্ধন সনদ যাচাই করার Apps তৈরি করেছে। আপনি Google Play Store থেকে App ডাউনলোড করে জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে পারেন।

বিঃ দ্রঃ থার্ডপার্টি Apps ব্যবহারের ক্ষেত্রে নিজ দায়িত্বে ব্যবহার করবেন।

পরিশেষে

আমাদের আজকের আয়োজনে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই এর খুঁটিনাটি বিষয় এবং কিভাবে অনলাইনে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে হয় তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই, নাম দিয়ে যাচাই,জন্ম নিবন্ধন ডাউনলোডসহ ইত্যাদি বিষয় পরিষ্কার করেছি।

এরপরও যদি আপনার কোনো বিষয়ে প্রশ্নো থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।

FAQ- প্রশ্নোত্তর

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার লিঙ্ক কোনটি?

উত্তরঃ https://everify.bdris.gov.bd

কিভাবে ১৬ ভিজিটের নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে হয়?

উত্তরঃ আপনার ১৬ ভিজিটের নাম্বারের শেষ ৫ ভিজিটের পূর্বে একটি ০ যোগ করে ১৭ ভিজিট করে নিবেন।

কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করবেন?

উত্তরঃ আপনার কম্পিউটার থেকে প্রিন্ট কমান্ড (ctrl+P) দিয়ে Print PDF File Save করে নিবেন।পরবর্তী প্রিন্ট মেশিনের মাধ্যমে জন্ম নিবন্ধন ডিজিটাল কপি বের করে নিবেন।

জন্ম নিবন্ধন অফিসিয়াল কোনো Apps আছে?

উত্তরঃ এখন পর্যন্ত অফিসিয়াল কোন এপ নেই তবে ভবিষ্যতে হতেও পারে , তখন আমরা আপনাদের জানিয়ে দেবো

জন্ম নিবন্ধন অনলাইন আছে কি না সেটা কিভাবে চেক করতে হয়?

উত্তরঃ এই সাইটে গিয়ে https://everify.bdris.gov.bd তে আপনার জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা সেটা সহজেই চেক করতে পারবেন।

One Response

  1. jonmo nibondhon October 31, 2023

Leave a Reply