bKash Agent Registration 2023 – বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

বর্তমানে আপনি চাইলেই নিজের একটা ব্যবসা দাঁড় করতে পারেন, ব্যবসা অনেক ধরণেরই হতে পারে তবে সাধ্যের মধ্যে যে কয়টা বিজনেস আছে তার মধ্যে একটি হলো বিকাশ এজেন্ট ব্যবসা। আপনি কি বিকাশ এজেন্ট ব্যবসা করতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্য। বিকাশ এজেন্ট ব্যবসা অথবা অন্য যে কোনো ব্যবসার সাথে বাড়তি আয়ের জন্য এজেন্ট ব্যবসা শুরু করে দিতে পারেন। আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে বিকাশ এজেন্ট কিভাবে হবেন ও bkash agent registration বিকাশ এজেন্ট রেজিস্ট্রেশন সম্পর্কিত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।

বিকাশ বাংলাদেশের সব থেকে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা। এটি ব্যবসায়িক এবং উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ সেবা। এটি এমন একটি  সেবা যার মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

এজেন্টরা বিকাশ এবং গ্রাহকদের মধ্যে লেনদেনের সহযোগিতার মধ্য দিয়ে তাদের মধ্যে একটি বন্ধন ঘরে তুলে। অর্থাৎ বিকাশ গ্রাহকরা তাদের ক্যাশ আউট, ক্যাশ ইন বিকাশ এজেন্টের মাধ্যমে করবে। আর এই কাজের জন্য এজেন্ট মাজখানে একটা প্রফিট নিবে।

যে কেউ বিকাশ রেজিষ্ট্রেশন অনুসরণ করে একাউন্ট তৈরি করতে পারবেন। আর এই রেজিষ্ট্রেশন প্রক্রিয়া ঘরে বসে সম্পূর্ণ অনলাইনেই করতে পারবেন।

bkash agent registration
bkash agent registration

বিকাশ এজেন্ট কি? bkash agent registration

বিকাশ এজেন্ট সম্পর্কে আমাদের সবারই কিছু না কিছু ধারণা রয়েছে।একজন বিকাশ এজেন্ট বিকাশ গ্রাহকদের একাউন্ট খোলা,কাশ ইন এবং ক্যাশ আউটের সুবিধা প্রধান করে থাকেন।অর্থ্যাৎ,যে কোনো কাস্টমার আপনার কাছ থেকে ক্যাশ আউট,ক্যাশ ইন করতে পারবে এবং এর থেকে আপনি কিছুটা লাভও পাবেন।

আপনার যদি একটি দোকান থাকে এবং সাথে কিছু প্রয়োজনীয় কাগজপত্র থাকে তাহলে আপনি বিকাশ এজেন্ট হতে পারবেন।

বিকাশ এজেন্টের সুবিধা

বিকাশ এজেন্টের অনেক সুবিধা রয়েছে।আপনি যদি বিকাশ এজেন্টের হয়ে থাকেন তাহলে বিকাশ আপনাকে  লেনদেনের মাধ্যমে কমিশন দিবে।এছাড়াও গ্রাহকদের পার্সোনাল একাউন্ট খুলে দেওয়ার মাধ্যমে ইনসেন্টিভ ৫০ টাকা পাবেন।

আপনি সারা মাসে লেনদেন করলে তারও একটা ইনসেন্টিভ বা প্রণোদনা পাবেন।এছাড়াও বিদ্যুৎ বিল,গ্যাস বিল ইত্যাদি বিল দিয়েও বাড়তি টাকা আয় করতে পারবেন।

বিকাশ এজেন্টের জন্য যা যা লাগবে

 • ১টি দোকান
 • ট্রেড লাইসেন্স
 • চার কপি পাসপোর্ট সাইজের ছবি।
 • সিম।
 • টিন সার্টিফিকেট।

১টি দোকান

ট্রেড লাইসেন্স এর জন্য প্রথম শর্তই হলো একটি দোকান থাকা।এজেন্ট একাউন্ট যেহেতু ব্যবসায়িদের জন্য তাই আপনার একটি দোকান থাকতে হবে।

তবে আপনার দোকান এমন স্থানে দিতে যেখানে জনবহুল বেশি।কারন বিকাশ এমন স্থানে এজেন্ট দেয় না যেখানে মানুষের আনাগোনা কম।

ট্রেড লাইসেন্স

প্রতিটা ব্যবসার জন্য একটি বৈধ ট্রেড লাইসেন্স এর অনুমতি লাগে।ট্রেড লাইসেন্স ছাড়া কোনো ব্যবসা করা যায় না।আপনার যদি ইতিমধ্যে ট্রেড লাইসেন্স থাকে তাহলে ভালো আর না থাকলে আপনার ইউনিয়ন পরিষদ/পৌরসভা বা সিটি কর্পোরেশনে গিয়ে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে নিতে পারেন।

তবে আপনার একটা বিষয়ে খেয়াল রাখতে হবে ট্রেড লাইসেন্সে দেওয়া নাম এর সাথে যেনো এজেন্টের জন্য আবেদন করার নাম মিল থাকে।এদিকে গন্ডগোল হলে কিন্তু আপনি এজেন্ট এর জন্য অনুমোদন পাবেন না।

চার কপি পাসপোর্ট সাইজের ছবি

বিকাশ এজেন্টের জন্য আপনার নিজের পাসপোর্ট সাইজের চার কপি রঙ্গিন ছবি থাকতে হবে।

সিম-কার্ড

বিকাশ এজেন্টের জন্য আরেকটি শর্ত হলো সিম-কার্ড। কারন এজেন্টকারীর লেনদেনের জন্য একটি সিম দরকার। আর এই সিমের নাম্বারই আপনার বিকাশ এজেন্ট হবে।

টিন সার্টিফিকেট

এজেন্ট বিকাশের জন্য একটি টিন সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে।তবে এটা সম্ভব্য হিসেবে গণ্য হবে।

অনলাইনে রেজিষ্ট্রেশন ফরম পূরণ

আপনি যদি অনলাইনে বিকাশ এজেন্টের জন্য bkash Agent Registration আবেদন করতে চান তাহলে প্রথমে আপনাকে বিকাশ রেজিষ্ট্রেশন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।তাই চলুন দেখে নেই কিভাবে বিকাশ রেজিষ্ট্রেশন ফরম পূরণ করে আবেদন করতে হয়ঃ ফর্ম রেজিষ্ট্রেশন লিংক পোস্ট এর নিচে দিয়ে দেবো

bkash agent registration
bkash agent registration
 • দোকানের নামঃএই স্থানে আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিবেন।
 • জেলা নির্বাচনঃ আপনার ব্যবসা যেই এলাকায় সেই স্থানের জেলার নাম দিবেন।
 • এলাকা নির্বাচনঃ আপনার ব্যবসা প্রতিষ্ঠান যে এলাকায় এই বক্সে সেই এলাকা দিবেন।
 • যোগাযোগ করবেন যার সাথেঃ যেহেতু আপনি এজেন্টের ব্যবসা করবেন তাই এখানে আপনার নাম দিয়ে দিবেন।
 • ফোন নাম্বারঃ এই স্থানে আপনার পার্সোনাল একটা নাম্বার দিবেন যেটা মাধ্যমে আপনি এজেন্টের ব্যবসা করবেন।
 • ইমেইল ঠিকানাঃ এই বক্সে আপনার নিজের একটি এক্টিভ ইমেইল নাম্বার দিবেন।যার মাধ্যমে বিকাশ আপনার এজেন্ট সম্পর্কিত সকল তথ্য দিতে পারে।
 • অতিরিক্ত তথ্য জা আপনি জমা দিতে চানঃ এই বক্সে আপনি নিজের বা ব্যবসা সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দিয়ে দিবেন।
 • আপনার কি জাতীয় পরিচয়পত্র আছেঃ আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে “হ্যা” সিলেক্ট করুন আর না থাকলে “না” সিলেক্ট করুন।
 • আপনার কি বৈধ ট্রেড লাইসেন্স আছেঃ এই স্থানে অবশ্যই “হ্যা” সিলেক্ট করবেন।
 • ট্রেড লাইসেন্স নাম্বারঃ আপনার ট্রেড লাইসেন্স এর নাম্বার দিয়ে দিবেন এই বক্সে।
 • ট্রেড লাইসেন্স মেয়াদ উত্তীনের তারিখঃ আপনার লাইসেন্স এর আর কত দিন বা বছর মেয়াদ আছে সেটা এখানে লিখবেন।
 • ক্যাপচা পূরণঃ “আমি রোবট নই” এই স্থানে একটা টিক দিয়ে ক্যাপচা পূরণ করে দিবেন।
 • জমা দিনঃ আপনার উপরের সকল তথ্য কযেকবার চেক করে জমা দিন এ ক্লিক করবেন।

জমা দেওয়ার স্থানে কিল্ক দেওয়ার পর বিকাশ এজেন্টের জন্য আবেদন হয়ে যাবে।বিকাশ আপনার সব কিছু চেক করে তাদের প্রতিনিধি আপনার সাথে দেখা করার জন্য পাঠিয়ে দিবে। তারা আপনার একাউন্ট সচল করার জন্য পদক্ষেপ নিবে। এভাবেই আপনি নিজে নিজে আপনার বিকাশ এজেন্ট একাউন্ট ওপেন করতে পারবেন।

আপনার জন্য প্রয়োজনীয় কিছু পোস্টঃ

বিকাশ অফিস থেকে আপনার এজেন্ট একাউন্ট খুলুন

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার সব থেকে সহজ উপায় হলো নিকটস্থ বিকাশে ডিস্ট্রিবিউশন অফিস গিয়ে একাউন্ট খোলা।আপনি কিন্তু এই উপায়ে খুব অল্প সময়ের মধ্যেই এজেন্ট একাউন্ট খুলতে পারবেন।আমার মতে জামেলা ছাড়া এই উপায়ে এজেন্ট একাউন্ট খোলা উচিত।

বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস কোথায় সেটা কিভাবে বুঝবেন

আপনি যদি বিকাশ একাউন্ট সরাসরি বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে গিয়ে করেন তাহলে আপনাকে সোজা অফিসে যেতে হবে।

এখন আপনার এলাকায় ডিস্ট্রিবিউশন অফিস কোথায় সেটা কিভাবে বুঝবেন?- সেটা বুজার জন্য আপনাকে 16247 এই নাম্বারে কল করে বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের ঠিকানা জানতে হবে। আপনি পরবর্তীতে সেই ঠিকানায় গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে বিকাশ এজেন্ট খুলে নিবেন।

বিকাশ এজেন্ট ব্যবসার জন্য কত টাকা লাগে

বিকাশ এজেন্ট ব্যবসার জন্য কত টাকা লাগবে সেটা আপনার এলাকার উপরে নির্ভর করবে।

আপনি যদি গ্রামে ব্যবসা করেন তাহলে কমপক্ষে ২০-৩০ হাজার টাকা সিমে লোড করে রাখতে হবে।সেই সাথে যারা আপনার দোকানে এসে বিকাশে ক্যাশ আউট করবে তাদের জন্যও তো ক্যাশে নগদ টাকা রাখতে হবে।সব মিলিয়ে আপনার ৫০-৬০ হাজার টাকা ইনভেস্ট করতে হবে।

আপনি যদি শহরে ব্যবসা করেন তাহলে আপনার কিন্তু ইনভেস্ট বাড়াতে হবে।শহরে ব্যবসা করার জন্য কমপক্ষে ১ লাখ টাকা নিয়ে নামবেন।

বিকাশ এজেন্ট কমিশন

এজেন্ট ব্যবসায়িদের মূল আয় হলো এজেন্ট কমিশন। আপনি যদি ৯০ শতাংশ লেনদেন বিকাশ অ্যাপের সাহায্যে করেন তাহলে আপনি হাজার প্রতি ৪.২০ টাকা এক্সট্রা পাবেন। তাহলে আপনি অ্যাপে ব্যবসা করলে হাজার প্রতি ৪.৫০ টাকা পাবেন।

বিকাশ এজেন্টে সর্বনিম্ন কত টাকা থাকতে হবে

আপনি যদি বিকাশ এজেন্ট হন তাহলে আপনার একাউন্টে কমপক্ষে ৭ হাজার টাকা রাখতে হবে।অর্থাৎ, এর থেকে কম থাকা যাবে না।

সতর্কতা

আপনি যদি বিকাশ এজেন্টের ব্যবসা করেন তাহলে লেনদেনের ব্যাপারে অনেক সতর্ক থাকবেন। কারন আপনি ১ হাজার পাঠাতে গিয়ে যদি শূন্য একটা ভুলে দিয়ে দেন তাহলে ১০ হাজার লস। নিচে আমি কিছু সতর্কতা দিলাম;

 • আপনার পিন নাম্বার সবসময় গোপন রাখবেন।
 • গ্রাহকের নাম্বার অবশ্যই লিখে রাখবেন।যাতে করে গ্রাহক ভুল করে আপনার দোষ না দিতে পারে।
 • লেনদেনর সময় ঠান্ডা মাথায় কয়েকবার নাম্বার চেক করে নিবেন।

বিকাশ এজেন্ট অ্যাপ bkash agent app Download Link

আপনারা যদি বিকাশ এপ ডাউনলোড করতে চান তাহলে এই লিংক bkash agent app download থেকে ডাউনলোড করে নিতে পারেন

পরিশেষে

আমাদের আজকের আয়োজনে কিভাবে bkash agent registration করবেন বিকাশ এজেন্ট একাউন্ট খুলবেন তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

আপনার যদি অন্য ব্যবসা থাকে তাহলে তার সাথে বাড়তি ইনকামের জন্য বিকাশ এজেন্টের ব্যবসা করতে পারেন। এছাড়াও যারা নতুন উদ্দোক্তা আছেন তারা বিকাশ একাউন্টের ব্যবসা করেও ১ লাখ টাকা ইনভেস্ট করে মাসে ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিংক সমূহ

FAQ- প্রশ্নোত্তর

বাংলাদেশের সব থেকে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা কোনটি?

উত্তরঃ বিকাশ।

বিকাশ এজেন্ট কি?

উত্তরঃ বিকাশ এজেন্ট হলো গ্রাহকের ক্যাশ আউট,ক্যাশ ইন এর সুবধা প্রধানকারী।

বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস কোথায় সেটা কিভাবে জানবো?

উত্তরঃ বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস কোথায় সেটা জানার জন্য 16247 এ কল করে জানতে হবে।

গ্রামে বিকাশ এজেন্ট ব্যবসার জন্য কত টাকা লাগবে?

উত্তরঃ ৫০-৬০ হাজার টাকা।

শহড়ে বিকাশ এজেন্ট ব্যবসার জন্য কত টাকা লাগবে?

উত্তরঃ কমপক্ষে ১ লাখ।

অ্যাপে বিকাশ একাউন্টে হাজার প্রতি কত কমিশন পাওয়া যায়?

উত্তরঃ ৪ টাকা ৫০ পয়সা।

বিকাশ এজেন্ট একাউন্টে সর্বনিম্ন কত টাকা থাকতে হবে?

উত্তরঃ একাউন্টে সর্বনিম্ন ৭ হাজার থাকতে হবে।

2 Comments

 1. রফিক September 1, 2023
  • Admin September 1, 2023

Leave a Reply