বর্তমানে ছোট্ট একটি মুদি দোকান থেকে শুরু করে বড় বড় সুপারশপ এমনকি ব্যক্তি গত কাজের অনেকাংশেই এখন বিকাশের ব্যবহার করা হয়ে থাকে। এই লেনদেনের ক্ষেত্রে বিকাশ কিছুটা চার্জ নিয়ে থাকে, হাজার প্রতি বিকাশে কত টাকা চার্জ কাটে এই বিষয়টা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না। না জানলে চিন্তার কোনো কারণ নেই আজকের এই পোস্টটি সম্পূর্ণ পড়লে সুন্দর একটা ধারণা পেয়ে যাবেন।
বিকাশ প্রিয় এজেন্ট বর্তমানে প্রতি হাজারে ১৪ টাকা ৯০ পয়সা কাটে। প্রিয় এজেন্ট এর মতো বুথে কিন্তু একই ক্যাশ আউট চার্জ কাটে। বিকাশের ক্যাশ আউট চার্জের তারতম্য ঘটে আপনি কিভাবে টাকা উত্তোলন করচ্ছেন তার উপরে।আজকের আয়োজনে আমরা Bkash Cash Out Charge – বিকাশ ক্যাশ আউট চার্জ নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।
Bkash Cash Out Charge – বিকাশ চার্জ হাজারে কত ?
বিকাশ তাদের প্রিয় এজেন্ট নাম্বার যুক্ত করার পূর্বে হাজার প্রতি ১৫ টাকা কাটতো। কিন্তু কিছুদিন পর বিকাশ পূনরায় তাদের ক্যাশ আউট চার্জ বাড়িয়ে অ্যাপে ১৭ টাকা ৫০ পয়সা এবং *২৪৭# ডায়ালে ১৮ টাকা ৫০ পয়সা করেছিলো।
কিন্তু বর্তমানে বিকাশের আকর্ষনীয় ফিচার “প্রিয় নাম্বার” যুক্ত করার পর সেই খরচ কমে এসেছে।বর্তমানে বিকাশে প্রিয় নাম্বারের কারনে ১ হাজার প্রতি ১৪.৯০ পয়সা কাট হয়।
কিন্তু আপনি যদি প্রিয় নাম্বার ছাড়াই ক্যাশ আউট চার্জ করতে যান তাহলে গুনে গুনে হাজার প্রতি ১৮.৫০ পয়সা বিকাশ কেটে নিবে। তাই ক্যাশ আউট চার্জ করার আগে প্রিয় এজেন্ট করে নিয়ে আপনার নিকটস্থ এজেন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন।
বিকাশ থেকে টাকা তোলা এবং ক্যাশ আউট চার্জ
বিকাশ থেকে কয়েকভাবে টাকা উঠানো যায়।টাকা তোলার এই সকল তারতম্যর কারনেই বিকাশের ক্যাশ আউট চার্জ কম বা বেশি হয়।বিকাশ থেকে মোট ৪ ভাবে ক্যাশ আউট করা যায়।যেমন;
১.বিকাশ প্রিয় এজেন্ট
২.বিকাশ লোকাল এজেন্ট
৩.বিকাশ এটিএম বুথ
৪.এমএসডি পদ্ধতি
বিকাশ প্রিয় এজেন্ট – bkash priyo agent
২০২৩ সালে বিকাশ তাদের ক্যাশ আউট চার্জ বাড়ালেও প্রিয় এজেন্ট নাম্বার যুক্ত করার মাধ্যমে চার্জ কমানোর সুযোগও রেখেছে। জ্বি, এখন আপনি খুব সহজেই বিকাশ প্রিয় এজেন্টের মাধ্যমে বিকাশ ক্যাশ আউট চার্জ কমিয়ে ফেলতে পারবেন।
আপনি আপনার এলাকার একজন নির্দিষ্ট এজেন্টের নাম্বার কে *247# ডায়াল করে অথবা অ্যাপের মাধ্যমে প্রিয় নাম্বার হিসেবে সিলেক্ট করে নিবেন।একবার প্রিয় এজেন্ট সেট হওয়ার পর থেকে আপনি সমসময় ১ হাজারে ১৪.৯০ পয়সা করে ক্যাশ আউট করতে পারবেন।
বিকাশ অ্যাপের মাধ্যমে
বিকাশ অ্যাপের মাধ্যমে যদি প্রিয় এজেন্ট সেট করতে চান তাহলে আপনার নিচের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
প্রথমে আপনার মোবাইলে থাকা Google Play Store এ গিয়ে BKash App লিখে সার্চ করে App টি ডাউনলোড করে ইন্সটল করে একাউন্ট করে নিবেন। যেহেতু আমরা ক্যাশ আউট নিয়ে আলোচনা করবো তাই বিকাশ একাউন্ট খোলার নিয়ম নিয়ে আলোচনায় যাবো না, তবে আমার আগে থেকে ডাউনলোড করা আছে এবং একাউন্ট করা আছে বলে আমি আমার মোবাইল এবং গোপন পিন কোড দিয়ে BKash App এ লগইন করলাম।
আরো পড়ুন: বিকাশ একাউন্ট খোলার নিয়ম
BKash App এ লগইন করার পর ওপরের “ক্যাশ আউট” অপশনে ক্লিক করে পরের ধাপে যাবেন।
এরপর QR কোড স্ক্যান করে ট্যাপ করুন এই অপশনটিতে ক্লিক করুন।অথবা হাজারে ১৪.৯০ টাকা ক্যাশ আউট করতে চাপনু অপশনেও ক্লিক করতে পারেন। QR Code এর মাধ্যমে অনেক সহজ প্রিয় নাম্বার করা। তবে আমি দ্বিতীয় অপশনটা দেখাচ্ছি। সেই অনুযায়ী আমি দ্বিতীয় অপশে ক্লিক করলাম।
পরের যে ধাপটি আসবে সেখান থেকে যোগ করুন চিহ্নতে ক্লিক করে সামনের দিকে আগান।
এরপর যে নাম্বারে প্রিয় এজেন্ট করবেন সেই নাম্বার এবং এজেন্ট ব্যক্তির নাম দিন। নাম্বার এবং নাম আরেকবার চেক করে নিচের ডানপাশের তীর চিহ্নতে ক্লিক করুন।
পরের পেইজে আপনার গোপন পিন কোড নাম্বার দিয়ে ডানপাশের তীর চিহ্নতে ক্লিক করবেন।
তীর চিহ্নতে ক্লিক করার পর আপনার প্রিয় এজেন্ট সিলেক্ট হয়ে যাবে।আপনি এখন এই নাম্বারে হাজারে ১৪ টাকা ৯০ পয়সায় ক্যাশ আউট করতে পারবেন।
নোটঃ প্রতিমাসে একবার আপনি আপনার বিকাশ এজেন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন।
বিকাশ লোকাল এজেন্ট
আপনি চাইলে বিকাশ লোকাল এজেন্টের মাধ্যমেও ক্যাশ আউট করতে পারবেন।মূলত জনবহুল স্থানে বিকাশ লোকাল এজেন্ট পাওয়া যায়।বিকাশ লোকাল এজেন্টে হাজার প্রতি ১৪ টাকা ৯০ পয়সা চার্জ কাটে।
সেই হিসেবে বিকাশ লোকালে ক্যাশ আউট করতে পারেন।
বিকাশ এটিএম বুথ
বিকাশ এটিএম বুথ থেকে ক্যাশ আউট করা কিন্তু একদম সহজ।হাজার প্রতি বিকাশ এটিএম এর ক্যাশ আউট চার্জ ১৪ টাকা ৯০ পয়সা। তাহলে আপনি ৪ হাজার টাকা ক্যাশ আউট করলে ৫৯ টাকা ৬ পয়সা চার্জ কাটবে।১০ হাজার টাকা ক্যাশ আউট চার্জ করলে চার্জ কাটবে মাত্র ১৪৯ টাকা।
ইউএসডি পদ্ধতি
আপনি যে কোনো বিকাশ এজেন্ট পয়েন্টে গিয়ে এই পদ্ধতিতে টাকা তুলতে পারবেন।এই জন্য আপনাকে *247# ডায়াল করে নিকটস্থ এজেন্টে গিয়ে টাকা তুলতে হবে।
এই পদ্ধতিতে আপনি ডায়াল অথবা অ্যাপের মাধ্যমে ক্যাশ আউট করলে কিন্তু একই খরচ পড়বে।যদি অন্য সিস্টেমগুলোতে অ্যাপে ডায়ালের থেকে কম কাটলেও এখানে সেই সুযোগটা আপনি পাবেন না।
এই পদ্ধতিতে ক্যাশ আউট করলে আপনাকে হাজার প্রতি ১৮.৫০ পয়সা গুনতে হবে।তাই এই পদ্ধতি যে লসের সেটা বুজতেই পারছেন।
আরো পড়ুন: জিমেইল একাউন্ট খোলার নিয়ম
বিকাশ সেন্ড মানি চার্জ কত -bkash send money charge
আপনি কিন্তু প্রিয় নাম্বার এর ফিচারটি ব্যবহার করে সেন্ডমানির খরচ কমাতে পারবেন।এছাড়াও আপনি প্রিয় নাম্বারে সেন্ড মানি করলে অনেক এমাউন্টে ফ্রিও পাবেন।যেমন,
১০০ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত প্রিয় নাম্বারে ফ্রি সেন্ড মানি করতে পারবেন।
তবে ২৫ হাজার টাকার উপরের এমাউন্টগুলোতে চার্জ ফি ৫ টাকা দিতে হবে।
তবে অন্যান্য সকল নাম্বারে এই খরচ বেশি।তবে ১০০ টাকা পর্যন্ত আপনি যে কোনো নাম্বারে সেন্ড মানি করলে তা ফ্রিতে করতে পাবেন।১০০ টাকার বেশি হলে আপনাকে একটা নির্দিষ্ট চার্জ দিতে হবে।
খরচ সহ বিকাশে কিভাবে টাকা পাঠাবেন
খরচ সহ বিকাশে টাকা পাঠানো একদম সহজ।আপনি যদি কোনো ব্যক্তিকে ১০০০ হাজার টাকা সেন্ড করেন তাহলে তার সাথে ২০ টাকা অগ্রিম দিয়ে দিবেন।কারন হাজারে ২০ টাকা খরচ হয়ে থাকে।
বিকাশ এজেন্ট আপনার টাকা পার্সোনাল নাম্বারে সেন্ড করবে।তারা শুধু এজেন্ট কোম্পানি থেকে কিছু প্রফিট নিবে, আপনার থেকে অতিরিক্ত কোনো টাকা কাটবে না।
পরিশেষে
আমাদের আজকের আয়োজনে BKash Cash Out Charge সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।বিকাশে হাজারে কত টাকা কাটে,বিকাশ থেকে ক্যাশ আউট করার ৪টি পদ্ধতি, সেন্ড মানি করার খরচ,খরচ সহ বিকাশে টাকা পাঠাবেন কিভাবে তা খুব সহজভাবে আমাদের এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে।
এরপরও আপনার যদি কোনো বিষয়ে অস্পষ্টতা থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
FAQ – প্রশ্নোত্তর
বিকাশ প্রিয় এজেন্টে বর্তমানে কত টাকা চার্জ কাটে?
উত্তরঃ ১৪ টাকা ৯০ পয়সা।
বিকাশ থেকে মোট কয় ভাবে ক্যাশ আউট করা যায়?
উত্তরঃ ৪ ভাবে।
বিকাশ লোকাল এজেন্টে কত টাকা চার্জ কাটে?
উত্তরঃ ১৪ টাকা ৯০ পয়সা?
ইউএসডি পদ্ধতিতে বিকাশ কত টাকা চার্জ কাটে?
উত্তরঃ ১৮ টাকা ৫০ পয়সা।
বিকাশে সেন্ড মানি খরচ কত?
উত্তরঃ ১০০ টাকা থেকে ২৫ হাজার পর্যন্ত ফ্রি হলেও ২৫ হাজার পর থেকে ৫ টাকা করে কাটে।তবে সকল লোকাল নাম্বারে সর্বনিম্ন ১০০ টাকা সেন্ড মানিতে কোনো চার্জ কাটে না।এক্ষেত্রে ১০০ টাকার বেশি হলে চার্জ কাটবে।
ইউএসডি পদ্ধতিতে ক্যাশ আউট করা যাবে?
উত্তরঃ অ্যাপ এবং ডায়েলের মাধ্যমে।
বিকাশ এটিএম বুথে কত টাকা কাটে?
উত্তরঃ ১৪ টাকা ৯০ পয়সা।