পূর্বে একটা সময় ছিলো যখন লেনদেনের জন্য আমাদের ব্যাংকে ব্যাংকে ঘুরতে হতো। কিন্তু বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ের বদৌলতে সেই সমস্যার অনেকটা সমাধান হয়েছে।এখন খুব সহজেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ মিনিটের মধ্যে যে কোনো স্থানে লেনদেন করা যায়। কিন্তু এই লেনদেন করার জন্য একটি একাউন্ট এর প্রয়োজন হয় তাই আমাদের আজকের আলোচনার বিষয় how to open bkash account বিকাশ একাউন্ট খোলার নিয়ম। তাহলে চলুন শুরু করা যাক।
বিকাশ,নগদ, রকেট এর মতো App গুলো মোবাইল ব্যাংকিং এর বদৌলতে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করচ্ছে।বাংলাদেশের প্রতিটা জেলায় বিকাশ এজেন্ট এর মাধ্যমে সার্ভিস পাওয়া যায়।পূর্বে এই সকল এজেন্টগুলোতে গিয়ে বিকাশ একাউন্ট খোলা লাগতো।পাসপোর্ট সাইজের ছবি,আইডি কার্ডের ফটোকপি, টাকা, ১ ঘন্টা দাঁড়িয়ে থাকা কত কি?
কিন্তু বর্তমানে যে কেউ খুব সহজেই ১০ মিনিটের মধ্যে ঘরে বসে নিজের মোবাইল বা কম্পিউটারের সাহায্যে বিকাশ একাউন্ট খুলতে পারবেন ।
আপনি একজন গ্রাহক হিসেবে বিকাশ কাস্টমার কেয়ারে বা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের বিকাশ একাউন্ট খুলতে পারেন। তবে আমাদের আজকের আয়োজনে আমরা শুধু দেখবো কিভাবে Bkash App দিয়ে ঘরে বসে ১০ মিনিটের মধ্যে বিকাশ একাউন্ট খোলা যায়।
বিকাশ কি?
বিকাশ হলো ব্রাক ব্যাংক ভিত্তিক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবাদানকরী প্রতিষ্ঠান।এটি মূলত একটি যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান যেটি ২০১১ সাল থেকে বাংলাদেশে তাদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।বর্তমানে এটি বাংলাদেশের সব থেকে বড় মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান, যেটি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রিত পেমেন্ট প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।
বিকাশ একাউন্ট খোলার জন্য কি কি প্রয়োজন
বিকাশ একাউন্ট খোলার জন্য আপনার নিচের কিছু ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে;
- একাউন্টকারীর জাতীয় পরিচয়পত্র
- জন্ম নিবন্ধন সার্টিফিকেট (আবেদনকারীর যদি জাতীয় পরিচয়পত্র না থাকে)।
- পাসপোর্ট সাইজের ছবি (আবেদনকারী যদি বাটন মোবাইলে দিয়ে একাউন্ট করে।
- স্মার্ট ফোন বা বাটন মোবাইল।
তবে আমরা যেহেতু App দিয়ে বিকাশ একাউন্ট করবো তাই আমাদের শুধু App ও জাতীয় পরিচয়পত্র এবং স্মার্ট ফোন হলেই চলবে।
App দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম – How to open bkash account
বিকাশ App দিয়ে বিকাশ একাউন্ট খোলা একদম সহজ। বিকাশ অ্যাপ দিয়ে ঘরে বসেই জামেলা ছাড়া একাউন্ট খোলা যায়।তো চলুন ১০ মিনিটের ভিতরে বিকাশ একাউন্ট খুলে ফেলি।
অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খোলার জন্য আমাদের জাতীয় পরিচয়পত্র এবং স্মার্ট ফোন এই দুটি জিনিস লাগবে।আপনার হাতে যদি ইতিমধ্যেই এই দুটো জিনিস থেকে থাকে তাহলে চলুন অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খুলে ফেলি।আমি প্রতিটা ধাপ স্ক্রিনশট সহকারে দিলাম আপনি আমার সাথে ট্রাই করেন।
- প্রথমত বিকাশ একাউন্ট খুলতে হলে Google Play Store এ গিয়ে অফিসিয়াল BKash App টি সার্চ করে ডাউনলোড করে নিন। অথবা এই লিংক এ ক্লিক করুন bKash App
- App টি ডাউনলোড করা হয়ে গেলে আপনার মোবাইলে তা ওপেন করুন।
- ওপেন করার পর লগইন/রেজিস্ট্রার বাটনে আলতো করে চাপ দিন।
- এখন যেই নাম্বার দিয়ে আপনি বিকাশ একাউন্ট খুলতে চান সেই নাম্বারটি খালি বক্সটিতে সঠিকভাবে লিখুন।
- নাম্বারটি সঠিকভাবে লেখার পর আপনি যেই অপারেটরের সিম ব্যবহার করেন সেটা আলতো ভাবে চেপে সিলেক্ট করে পরের ধাপে যান।
- এরপর মোবাইল একটা ৬ ভিজিটের ওটিপি নাম্বার আসবে যেটি অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ করে নিবে।কোডটি গ্রহণ করে নেওয়ার পর “কনফার্ম করুন” এ ট্যাপ করে সামনে আগান।
- কনফার্মে ট্যাপ করার পর আপনাকে ক্যামেরায় নিয়ে আসবে।আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের দিকের একটা ছবি তুলে সাবমিটে ট্যাপ করুন। খেয়াল রাখবেন যাতে ছবিটা স্পষ্ট বা ক্লিয়ার উঠে।
- এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনের দিকের একটা ছবি তুলে পূনরায় সাবমিটে ট্যাপ করুন। খেয়াল রাখবেন যাতে ছবিটা স্পষ্ট বা ক্লিয়ার উঠে।
- পরবর্তী ধাপে আপনার আইডি কার্ডের সকল তথ্য বিকাশ ঠিকমতো গ্রহণ করেছে কি না সেটা দেখা যাবে। কোথাও কোনো ভুল থাকলে আপনি সেটা এখান থেকে সংশোধন করে নিন। সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তীতে ক্লিক করুন।
- এবার আপনি আপনার লিঙ্গ বা জেন্ডার,মাসিক আয় এবং আয়ের উৎস সিলেক্ট করে পরবর্তী ধাপে চলে যান।
- পরবর্তী ধাপে আসার পর আপনার সেলফি ক্যামেরা ওপেন হয়ে যাবে।ক্যামরাটা আপনার চেহারা বরাবর ধরে এদিকে সেদিক এবং কয়েকবার চোখ বন্ধ করবেন আবার খুলবেন তারপর পরবর্তী ধাপে যাবেন।
- এবার বিকাশ আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিবে।আপনি সেটা নিশ্চিত করুন।
- এবার লগিন/রেজিষ্ট্রেশন বাটনে ক্লিক করুন।একটু আগে যেই নাম্বারটি দিয়ে বিকাশ একাউন্ট খুলেছিলেন সেটা দিন এবং অপারেটর সিলেক্ট করুন। এবার এসএমএস এর প্রাপ্ত্য কোড প্রদান করুন।কোড প্রদান করা হয়ে গেলে আপনার বিকাশ পিন সেট করে নিন।
কিভাবে বিকাশ গোপন পিন সেট করবেন
বিকাশের গোপন পিন সেট করা একদম সহজ।নিচে আমি ধাপে ধাপে দিলাম আপনি অনুসরণ করুন;
- বিকাশ একাউন্ট কনফার্মেশন মেসেজ পাওয়ার পর পূনরায় অ্যাপে ঢুকুন।
- আপনি একটু আগে যেই নাম্বারটি দিয়ে বিকাশ একাউন্ট খুলেছেন সেই নাম্বারটি বসিয়ে পরবর্তী ধাপে যান।
- আবার সিম অপারেটর সিলেক্ট করুন।
- সিম অপারেটর সিলেক্ট করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ৬ ভিজিটের ওটিপি চলে আসবে। এটা কিন্তু আপনার ওয়ানটাইম পাসওয়ার্ড। আপনি ওয়ানটাইম পাসওয়ার্ডটি লিখে সাবমিট করুন।
- এবার আপনার মন মতো একটি গোপন পিন কোড সেট করে দিন। পিন কোডটি এমন ভাবে দিবেন যাতে কেউ আন্দাজ না করতে পারে।
আরো পড়ুন: Bkash Cash Out Charge 2023 – বিকাশে ক্যাশ আউট চার্জ কত?
আরো পড়ুন: Jonmo Nibondhon Jachai 2023 – সহজে জন্ম নিবন্ধন যাচাই ২০২৩
কিভাবে বিকাশ একাউন্ট সাজাবেন?একাউন্ট সাজানোর নিয়ম
আপনি অ্যাপ দিয়ে খুব সহজেই বিকাশ একাউন্ট সাঁজাতে পারবেন। নিচে নিয়মগুলো দেওয়া হলো;
- বিকাশ একাউন্ট সাজানোর জন্য আপনাকে প্রথমে যেই নাম্বারে বিকাশ করেছেন সেই নাম্বার এবং গোপন কোড দিয়ে লগইন হতে হবে।
- লগইন হওয়ার পর আপনার নিজের নাম দিন এবং নিজের ছবি আপলোড করে সেভ করে নিন। সেভ করার পর আপনার প্রফাইলে একটা সুন্দর লুক চলে আসবে। এভাবেই আপনি আপনার বিকাশ একাউন্ট সাজাতে পারেন।
পরিশেষে
আমাদের আজকের আয়োজনে আমরা দেখানোর চেষ্টা করলাম যে how to open bkash account কিভাবে ঘরে বসে বিকাশ একাউন্ট খুলবেন। আশা করি বিকাশ একাউন্ট নিয়ে আর কোন সমস্যা থাকবে না।
মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ আমাদের লেনদেনের ক্ষেত্রকে অনেক সহজ করে দিয়েছে।এখন খুব কম সময়ে ঘরে বসে অনলাইনে কোনো কিছু কেনা কাটা এবং দেশ-বিদেশে লেনদেন করার পথকে সহজ করে দিয়েছে।
বিকাশ সম্পর্কে আপনার আরো কিছু জনার আগ্রহ থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যমতো আপনার প্রশ্নের উত্তর দিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে।
FAQ- প্রশ্নোত্তর
App ছাড়াও কোন কোন উপায় বিকাশ একাউন্ট খোলা যায়?
উত্তরঃ বিকাশের ওয়েবসাইটে এবং এজেন্টের কাছে।
বিকাশ কি?
উত্তরঃ বিকাশ হলো ব্রাক ব্যাংক ভিত্তিক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবাদানকরী প্রতিষ্ঠান।এটি মূলত একটি যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান যেটি ২০১১ সাল থেকে বাংলাদেশে তাদের ব্যাংকিং সেবা দিয়ে আসচ্ছে।
অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খুলতে কি কি দরকার পড়বে?
উত্তরঃ জাতীয় পরিচয়পত্র এবং স্মার্ট ফোন।
বিকাশ কত সাল থেকে বাংলাদেশে তাদের মোবাইল ব্যাংকিং সেবা চালু করে
উত্তরঃ ২০১১।