ভেজাল মুক্ত খাটি পণ্য নিয়ে কাজ করার অঙ্গিকার নিয়ে আমরা কাজ শুরু করি। সব সময় সঠিক ও ভেজাল মুক্ত পণ্য দিয়ে আমরা ক্রেতার পাশে থাকতে চাই যেমনটি করলে তারাও আমাদের পাশে থাকবেন সব সময়।
ক্রেতার সঠিক সেবাটিই নিশ্চিত করা আমাদের কাজ।
TAA FOODS এর প্রতি ক্রেতার শত ভাগ বিস্বাসের নিশ্চয়তার জায়গাটি আমরা তৈরী করতে চাই এর জন্য সব সময় ভালো পণ্য দিয়ে সবার আস্তা অর্জন করা সম্ভব। প্রতিটি পণ্য নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি যাতে বিন্দু পরিমাণ ভেজাল না থাকে।
আমাদের পণ্য সমূহ :
১। ঘিয়ে ভাঁজা বাদাম
২। মধু
৩। ঘি
৪। মিক্স মাসালা
৫। হানি নাট
৬। খেজুরে গুড়
৭। খেজুর
ঘিয়ে ভাঁজা বাদাম
মানিকগঞ্জে পদ্মার পাড় থেকে আমাদের বাদাম সংগ্রহ করা হয় দেশিয় বাছাই করা বাদাম ও খাটি গাওয়া ঘি দিয়ে তৈরী আমাদের ঘিয়ে ভাঁজা বাদাম। TAA FOODS এর প্রথম পণ্য ঘিয়ে ভাঁজা বাদাম। আলহামদুলিল্লাহ শুরুতেই আমরা প্রচুর রিপিট কাস্টোমার পেয়েছি। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে এবং নানা দরণের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঘিরে ভাঁজা বাদাম।
একজন ডায়বেটিস রোগীর প্রচুর ঘন ঘন ক্ষুদা লাগে মাত্র ১০ থেকে ১৫ পিছ ঘিয়ে ভাঁজা বাদাম খেলে আপনার ক্ষুদা লাগা চলে যাবে।
ডা: জাহাঙ্গীর কবির স্যারের ডায়েট রেসিপিতে প্রতিদিন ৫০ গ্রাম করে বাদাম খেতে বলা হয়েছে।
তাই আমাদের সু স্বাস্থ্যের কথা চিন্তা করে প্রতিদিন একবার করে হলেও আপনি বাদাম খেতে পারেন।
মধু:
মধু নিয়ে আমাদের সবার মাঝেই একটা সন্দেহ থেকেই যায় মধু খাটি নাকি ভেজাল। সেই জায়গা থেকে মধু সংগ্রহ করতে গিয়ে আমার নিজেরও মধ্যেও এক প্রকার সন্দেহ কাজ করে, তার জন্য আমি নিজে মৌয়ালদের সাথে থেকে মধু সংগ্রহ করা পযন্ত তাদের সাথে থেকে মধু নিয়ে আসি।
যাতে আমার ক্রেতাদের শত ভাগ খাটি পণ্যটি দিতে পারি। এর জন্য চাকসহ মধু এবং চাক ছাড়া মধু দুটুই আমরা সেল করে থাকি। আমাদের মধু হাতে পাওয়ার পর যদি আপনার মনে হয় মধুটি খাটি নয় তাহলে সাথে সাথে রির্টান নেওয়া হয়।
কোয়ালিটির বিষয়ে আমরা সব সময় সচেতন।
ঘি:
খাটি ঘি কেনার আগে আপনাকে জানতে হবে কোনটা খাটি ঘি, এর জন্য খাটি ঘি চেনার বেশ কয়েকটি সহজ নিয়ম বলে দিচ্ছি এই ভাবে চেক করলে আশা করি আপনি কখনোই ঘি কিনে ঠকবেন না।
★প্রথমে হাতের তালুতে একটু ঘি নিন। যদও শরীরের তাপে গলে যায় বুঝতে হবে এটি খাটি ঘি।
★ চুলায় ঘি রেখেও গলাতে পারেন। যদি দেখেন ঘি গলতে একটু সময় নিচ্ছে ও হলুদ রং হয়ে যায় তবে তা খাঁটি ঘি নয় ।
★আবার গরম পানির মধ্যে ঘিয়ের বোতল বসিয়ে দিন। ভেতরের ঘি গলে যাবে।
তারপর ফ্রিজে রেখে দিন। যদি দেখেন পুরো বোতলে একই রঙের জমাট বাঁধা ঘি তাহলে সেটি খাঁটি ঘি। আর ভেজাল ঘি হলে বিভিন্ন তেলের আলাদা আলাদা স্তর থাকবে।
আমরা নিজেরা দেশিয় গরুর দুধ সংগ্রহ করে ক্রিম থেকে ঘি বানিয়ে থাকি আর আমাদের ঘি সব সময় কড়া জালের তৈরী করে থাকি যাতে করে বেশি দিন রেখে খেতে পারেন।
মিক্স মাসালা :
বাজারের বাছাই করা সেরা মসলা গুলো সংগ্রহ করে আমরা আমাদের মিক্স মাসালা তৈরী করে থাকি। দেশের অভিজ্ঞ কিছু ভাবু্র্চিদের পরামর্শে ২০ মসলার সমন্বয়ে আমাদের মিক্স মাসালা তৈরী করা হয়েছে। স্বাদ ও সু স্বাস্থ্যের কথা মাথায় রেখে কিছু সিকরেট মসলা এড করা হয়ে।
বাজারে অনেক দরণের মিক্স মাসালা আছে তবে সবার মধ্যে আমাদের TAA FOODS এর মিক্স মাসালা একটু আলাদা স্পেশাল। আমাদের একই মিক্স মাসালা দিয়ে আপনি অনেক গুলো আইটেম খুব সহজে রান্না করতে পারবেন যেমন, গরু মাংস রান্না, কালা ভোনা রান্না, বিরিয়ানি, খিচুরি ইত্যাদি আরু অনেক আইটেম।
হানি নাট:
বাজারে এখন প্রচুর হানি নাট পাওয়া যাচ্ছে তবে এর মধ্যে আপনাকে চিনতে হবে কোনটি আসল খাটি ও ভালো কোয়ালিটির হানি নাট। হানি নাট তৈরী করতে বেশ কিছু উপাদান মিক্স করতে হয় আর সাথে মধু এড করতে হয় এর জন্য সবার আগে যেটা খেয়াল করা দরকার তা হলো প্রতিটি উপাদান ফ্রেশ ও পরিস্কার কি না সে নিশ্চিত করা।
কারণ অনেক উপাদান গুলোতে অনেক ময়লা থাকে যা আমাদের শরিরের জন্য খুব ক্ষতিকর।
আমাদের TAA FOODS এর হানি নাট প্রতিটি উপাদান শত ভাগ পরিস্কার নিশ্চিত করেই আমরা প্যাকেট জাত করে থাকি।
বাজারের সেরা ও বাছাই করা বাদামে তৈরী আমাদের হানি নাট।
আমাদের হানি নাটস এ যা যা থাকে:-
১. কাজু বাদাম
২. কাঠ বাদাম
৩. পেস্তা বাদাম
৪. আখরোট
৫. চিনা বাদাম
৬. সাদা কিসমিস
৬. কালো কিসমিস
৭. খোরমা খেজুর
৮. মিস্টি আলোবোখারা
৯. সাদা তিল
১০. এপ্রিকট
১১. ত্বীন ফল
১২. মধু
১৩.থাই চিনা বাদাম
আরও তথ্য নিয়ে খুব শিগ্রই আপনাদের সমানে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তা ফুডস এর সাথে থাকুন।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা